25 July, 2025
শত্রুকে রাখুন হাতের মুঠোয়, চাণক্যের কথা শুনলে শুধু জয়ের ডঙ্কা বাজবে!
Credit - Pinterest
TV9 Bangla
চাণক্য নিজে ছিলেন এক অসাধারণ কূটনৈতিক, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ। তাঁর নানা নীতি আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
আচার্য চাণক্য কে?
চাণক্য নীতি অনুযায়ী শত্রুকে হারানোর জন্য কৌশল, বুদ্ধিমত্তা ও ধৈর্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।
চাণক্য নীতি
আচার্য চাণক্য জানিয়েছিলেন যে, সামান্য বুদ্ধি প্রয়োগ করেই শত্রুকে হারানো যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
শত্রুকে হারাতে
আপনার শত্রুকে যদি চিহ্নিত করতে পারেন, তা হলে তাঁকে যে কোনও ধরনের লোভ দেখিয়ে লক্ষ্যভ্রষ্ট করা যায়।
লোভ
যদি কেউ লোভে পড়েন, তা হলে সেই ব্যক্তি দুর্বল হয়ে পড়েন। লোভ মানুষকে অনেক সময় খারাপ পরিণতির দিকে নিয়ে যায়।
দুর্বলতার সুযোগ
শত্রুকে টেক্কা দিতে চাইলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। পাশাপাশি শত্রুকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন। তাহলে শত্রু দমে যেতে পারে।
নিয়ন্ত্রণ
শত্রুর দুর্বল স্থান খুঁজে বের করে সেখানে আঘাত করতে পারেন। তাহলে অন্যদিকে মন দিতে পারবে না আপনার শত্রু।
দুর্বল স্থান
সাময়িক কোনও পরিকল্পনা কাজে লেগে গেলে, তা নিয়ে উত্তেজিত হওয়ার দরকার নেই। দূরদর্শী চিন্তাভাবনা করতে হবে।
সাময়িক জয় নয়, দূরদর্শী চিন্তা
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
বিঃ দ্রঃ
আরও পড়ুন