9 July 2024

ব্রণ নিয়ে চিন্তিত? ঘরোয়া উপায়েই করুন সমাধান

credit: istock

TV9 Bangla

বর্ষাকাল মানেই ব্রণ, ফুসকুড়ি থেকে ত্বকের নানা সমস্যা বাড়ে। প্রথম থেকে খেয়াল না করলে মুখে বিশ্রী দাগ হয়ে যেতে পারে।

ব্রণ বা ত্বকের সমস্যা দূর করতে অনেকে বাজারের নানা প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু, অনেক সময়ই এগুলি উপকারের বদলে সমস্যা তৈরি করতে পারে।

ব্রণ, ফুসকুড়ি ও ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতে কিছু ঘরোয়া উপাদান দারুণ কার্যকরী। এগুলি ত্বকের সমস্যা দূর করার পাশাপাশি এর প্রভাব অনেকদিন স্থায়ী হয়।

সর্দি-কাশিতে অনেকেই তুলসীপাতা খান। এর অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য ত্বকের জন্যও কার্যকরী। গোলাপজলে তুলসীপাতা ভিজিয়ে পেস্ট করে মুখে লাগান। ত্বকের সমস্যা দূর হবে।

ত্বকের দাগছোপ তুলতে হলুদের জুড়ি নেই। কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে মুখ ম্যাসাজ করুন। কোষে জমে থাকা ধুলো-ময়লা দূর করে ত্বক উজ্জ্বল করবে, ব্রণও দূর হবে।

ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। বাড়িতেই অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে ভিটামিন-ই ক্যাপসুল দিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান।

ভিটামিন-সি সমৃদ্ধ কমলালেবুর খোসা ত্বকের জন্য খুব উপকারী। এগুলি রোদে শুকিয়ে পেস্ট করে মুলতানি মাটি বা বেসনের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ত্বক হবে উজ্জ্বল।

ব্রণর সমস্যা কমাতে চন্দন গুঁড়ো বা মুলতানি মাটির পেস্ট ব্যবহার করতে পারেন। এগুলি ত্বকের অতিরিক্ত জল শোষণ করে এবং দাগছোপ তুলে জেল্লাও বাড়ায়।