সাবধান, স্নানের পর এই ৫ কাজ করলে পথে বসতে হতে পারে
Credit - Canva, Pixabay, Getty Images
TV9 Bangla
যে কোনও ব্যক্তির জীবনে কীভাবে সুখ আসে, তার উপায় উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্রে। সেই মতো বাস্তুশাস্ত্রের বেশ কিছু নিয়ম মানলে বড় বিপদ যেমন এড়ানো যায়, তেমনই তা উপেক্ষা করলে বাড়ে সমস্যা।
স্নানের পর বেশ কিছু কাজ করলে আর্থিক ক্ষতি হয়। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, স্নানের পর ৫টি কাজ কখনও করবেন না। তা হলে বাড়িতে দরিদ্রতার ছায়া পড়বে।
বাস্তুশাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তি স্নানের পর বালতিতে নোংরা জল রাখলে তার বাড়িতে দরিদ্রতা বাড়ে। এ কাজ করা একেবারেই উচিত নয়।
এই কাজ করলে বাড়িতে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি সুখ ও শান্তিকে গ্রাস করতে পারে। জীবনে অনেক বাধা সৃষ্টি করতে পারে।
স্নানের পর যে কোনও ব্যক্তির ভেজা এবং নোংরা কাপড় বাথরুমে ছেড়ে আসা উচিত নয়। তা হলে পরিবারে অশান্তি হয়। অর্থকষ্ট হয়।
বিবাহিত মহিলাদের জন্য বলা হয়, স্নানের পরপরই চুলে সিঁদুর না লাগাতে। এতে মানসিক শান্তি নষ্ট হয়। খারাপ চিন্তা আসে।
স্নানের পর কোনও কাপড় ধোওয়া ঠিক নয়। এ কাজ করলে যে কোনও ব্যক্তি গরীব হয়ে যেতে পারেন। তাই স্নান সম্পূর্ণ হওয়ার আগে কাপড় পরিষ্কার করা উচিত।
স্নানের পর ধাঁরালো কোনও কিছু বা সেই রকম যন্ত্র ব্যবহার করা উচিত নয়। বিশেষ দ্রষ্টব্য- এখানে দেওয়া তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না।