15 March, 2024
চুলের কালার দীর্ঘদিন টিকিয়ে রাখার উপায়
TV9 Bangla
credit: Pinterest
চুলে পছন্দের কালার করান অনেকেই। হেয়ার কালার বর্তমানে ফ্যাশানে ভীষণভাবে ইন। তবে এর যেমন সুবিধাও রয়েছে তেমনই আছে অসুবিধাও।
কালার করানোর কিছুদিনের মাথায় রঙ আগের মতো থাকে না। এককথায় 'ফেড' হয়ে যেতে থাকে কালার। এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?
তার জন্য চাই চুলের সঠিক যত্ন। জেনে নিন কীভাবে যত্ন নিলে দীর্ঘদিন ভাল থাকবে হেয়ার কালার। আর চুলও হবে সুন্দর।
প্রথমেই চুলের ধরন অনুযায়ী হেয়ার প্রোডাক্ট বেছে নিন। বিশেষ করে চুলে কালার করানোর পর শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে বাড়তি নজর দিতে হবে।
হেয়ার কালার করালে অবশ্যই সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। এতে চুল ক্ষতির হাত থেকেও বাঁচবে আর কালারও নতুনের মতো থাকবে।
চুল সবসময় ঠান্ডা জলে ধোবেন। চুলে গরম জল লাগলে হেয়ার কিউটিক্যালসের ক্ষতি হয়। ফলে কালার আবছা হয়ে যায় দ্রুত।
ঘন ঘন শ্যাম্পু করবেন না এতে কালার তাড়াতাড়ি হালকা হয়ে যেতে পারে। অন্তত ৩ দিন বাদ-বাদ শ্যাম্পু করুন।
শ্যাম্পু করার পর অবশ্যই হেয়ার কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে ও কালারও থাকবে নতুনের মতো।
আরও পড়ুন