প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে এয়ার কন্ডিশনার (এসি)-এর চাহিদা যেমন বেড়েছে, তেমনই এসি নিয়ে বাড়ছে উদ্বেগ।
সাম্প্রতিককালে বিভিন্ন জায়গা থেকে এসি বিস্ফোরণ হওয়ার খবর শোনা যাচ্ছে। এরকম ঘটনার অনেক কারণ রয়েছে।
এসি বিস্ফোরণের অন্যতম কারণ হল, তাপমাত্রা বৃদ্ধি এবং অতিরিক্ত এসি-র ব্যবহার। বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বাড়তে শুরু করেছে। তার ফলে এসি-র ব্যবহার বাড়ছে।
এসি বিস্ফোরণ ঠেকাতে নিয়ম করে নির্দিষ্ট সময় অন্তর এসির স্যুইচ বন্ধ করা জরুরি। না হলে এসি-র কম্প্রেসার গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।
যদি শহরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, তাহলে টানা ৬-৮ ঘণ্টা পর্যন্ত এসি চালাবেন। এরপর অন্তত কিছুক্ষণের জন্য এসি বন্ধ করুন।
শহরের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে টানা ৩ ঘণ্টা এসি চলার পর ২০-৩০ মিনিটের জন্য বন্ধ করুন।
নির্দিষ্ট সময় অন্তর এসি বন্ধ করলে কম্প্রেসার খুব বেশি গরম হবে না। তাহলে বিস্ফোরণের ঝুঁকি কমে যাবে।
টানা এসি চললে বিদ্যুৎ সরবরাহের তারও গরম হয়ে যেতে পারে। যার থেকে শর্ট সার্কিট হয়। নির্দিষ্ট সময় অন্তর বন্ধ করলে শর্ট সার্কিট এড়ানো যাবে।