শশ্মানের কাঠে হোম, চিতার আগুনে ভোগ-আরতি! কলকাতার কোন মন্দির এমনটা হয়?
credit:TV9
TV9 Bangla
খাস কলকাতার বুকেই আছে ২০০ বছরের এক প্রাচীব কালী মন্দির। যার কথা হয়তো জানেন না অনেকেই। যেখানে আজও মায়ের পুজোয় ব্যবহৃত হয় নরমুণ্ড। পুজো হয় গোপনে। জানেন কোথায় আছে সেই মন্দির।
কথা হচ্ছে কলকাতার তারাশঙ্করী পীঠ মন্দিরের। এই মন্দিরে মা তারা প্রতিষ্ঠিত তিনটি রূপে। এক জটা, নীল সরস্বতী এবং উগ্র তারা রূপে।
মায়ের পুজোতে রয়েছে বলির নিয়ম। এমন কিছু নিয়মও রয়েছে যা দেখা সাধারণের জন্য নিষিদ্ধ। সেই কারণেই মায়ের মূর্তির সামনে রয়েছে ছোট একটি পাঁচিলও।
এই মন্দিরে বেশ ধুমধাম করে পালিত হয় রথযাত্রা উৎসব। প্রতি মাসে অমাবস্যায় আয়োজন করা হয় মায়ের বিশেষ পুজোর।
মন্দিরের দোতলায় রয়েছে যশোমাধবের গর্ভগৃহ। রথের সময় এখান থেকে যশোমাধব বেরিয়ে যান মাসির বাড়ি। এক কোটি তুলসী পাতা দিয়ে যশোমাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক।
মন্দিরের তিন তলায় রয়েছে স্বয়ং ভগবান কাল ভৈরবের গর্ভগৃহ। বিগ্রহের সামনে আছে দ্বাদশ শিবলিঙ্গ।
এক তলায় মায়ের মূর্তির সামনে ঝোলানো থাকে মানুষের খুলি এবং হাড়গোড়।। বেলগাছিয়া মেট্রো স্টেশনের ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে একটুখানি এই মন্দির।