30 June 2024
বাড়িতে অ্যালোভেরার ফেসপ্যাক কীভাবে বানাবেন?
credit: istock
TV9 Bangla
ত্বক থেকে চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালোভেরার অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে।
ত্বক ও চুল উজ্জ্বল করে তুলতে অ্যালোভেরার জেল, ক্রিম বাজারে পাওয়া যায়। তবে বাড়িতে আপনিই বানিয়ে নিতে পারেন ক্রিম বা জেল।
অ্যালোভেরা এমন একটি গাছ, যা বাড়িতে টবেই বাড়তে পারে। সেই অ্যালোভেরা পাতা কীভাবে ত্বকের যত্নে ব্যবহার হয়, জেনে নিন।
অ্যালোভেরা পাতার রস সরাসরি মুখে লাগালে উপকারের বদলে ত্বকের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা পাতা গাছ থেকে তুলে ভাল করে ধুয়ে নিন।
ত্বক সতেজ ও উজ্জ্বল করতে অ্যালোভেরা উপকারী। তবে ব্রণ বা পিম্পলসের সমস্যা থাকলে এটা মুখে লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
অ্যালোভেরা পাতা ভাল করে ধুয়ে সেটা ভেঙে পাল্প বের করে সরাসরি মুখে লাগাবেন না। হাতে, পায়ে লাগিয়ে প্যাচ টেস্ট করে দেখে নিন, আপনার ত্বকের জন্য ঠিক কি না।
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে অ্যালোভেরার পাল্পের সঙ্গে হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। তবে আগে প্যাচ টেস্ট করে নিন।
ত্বক ময়শ্চারাইজ করতে অ্যালোভেরা পাল্পের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। আধ ঘণ্টা পর মুখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন