18 June 2024

ত্বক থাকবে দাগহীন, বাড়িতেই বানিয়ে নিন এই ফেসওয়াশ

credit: istock

TV9 Bangla

প্রাকৃতিক উপায়ে ত্বক দাগমুক্ত, উজ্জ্বল করতে অ্যালোভেরার জুড়ি নেই। বর্তমানে বাজারেও অ্যালোভেরার নানা প্রসাধনী পাওয়া যায়।

মুখ পরিষ্কার করতে প্রতিদিন সকালে এবং বাইরে থেকে ফেরার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া জরুরি।

লেবু, স্ট্রবেরি, অ্যালোভেরার মতো প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসওয়াশ বাজারে পাওয়া যায়। কিন্তু, এগুলিতে রাসায়নিক থাকতে পারে।

অ্যালোভেরা ও অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন ফেসওয়াশ। এটা ব্রণ কমানোর সঙ্গে ত্বক উজ্জ্বল করে তুলবে।

অ্যালোভেরা ফেসওয়াশ বানাতে অ্যালোভেরা জেল ছাড়াও লাগবে ১টি লেবু, ২টি শসার রস, গোলাপ জল এবং রাসায়নিক-মুক্ত শিশুদের সাবান।

প্রথমে শসার রসের সঙ্গে বেবি সোপ মিশিয়ে নিন। ভাল করে মিশে গেলে তার মধ্যে লেবুর রস ও অ্যালোভেরা জেল মেশালেই তৈরি অ্যালোভেরা ফেসওয়াশ।

অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। তাই প্রতিদিন ঘরে তৈরি অ্যালোভেরা ফেসওয়াশ মুখে লাগালে ব্রণ ও ত্বকের ফোলাভাব কমবে।

ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে অ্যালোভেরা। ঘরে তৈরি অ্যালোভেরা ফেসওয়াশ দিয়ে রোজ মুখ ধুলে অকাল বার্ধক্য অনেকাংশে ঠেকানো সম্ভব।