ত্বক দাগমুক্ত ও উজ্জ্বল করতে এবং শাইনি-মজবুত চুল পেতে অনেকেই পার্লারে যান, বহু দামি প্রসাধনী ব্যবহার করেন।
ত্বক ও চুলের যত্নে বাজারে বিভিন্ন প্রসাধনী পাওয়া গেলেও অ্যালোভেরা জেলের জুড়ি নেই।
অনেকেই বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করেন। কিন্তু, এটি আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন।
কোনরকম রাসায়নিক ছাড়াই অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন। এর জন্য শুধু লেবু এবং গোলাপজল লাগবে।
প্রথমে কিছু অ্যালোভেরার পাতা কেটে ভালো করে ধুয়ে নিন। এবার পাতার উপরের অংশ ছাড়িয়ে নিন ভিতরের পাল্প বের করে মিহি পেস্ট তৈরি করুন।
এবার অ্যালোভেরার পেস্টে কয়েক ফোঁটা লেবুর রস ও গোলাপজল দিন এবং ভাল করে মিশিয়ে নিন।
অ্যালোভেরার সঙ্গে লেবুর রস ও গোলাপ জলের মিশ্রণটি একটি কাচের জারে রাখুন। এটা ফ্রিজে রাখতে পারেন।
অ্যালোভেরার মিশ্রণটি ভাল করে জমে গেলেই তৈরি অ্যালোভেরা জেল। দিনের শুরুতে বা রাতে এই মিশ্রণটি মুখে লাগান। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জেলও ব্যবহার করতে পারেন।