30July 2024
বোরিং-জলে চুল নষ্ট হচ্ছে? এভাবে অ্যালোভেরা লাগান
credit: istock
TV9 Bangla
বর্তমানে অধিকাংশ বাড়ি বা ফ্ল্যাটে বোরিংয়ের জল অর্থাৎ ভূ-গর্ভস্থ জল ব্যবহার করা হয়। এই জলে নোনাভাব বেশি থাকে, যা ত্বকের সঙ্গে চুলেরও ক্ষতি করে।
সমুদ্রের জলের মতো ভূ-গর্ভস্থ জলে অতিরিক্ত সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো খনিজ থাকে। যা মাথার ত্বকে জমা হয় ও চুলের ক্ষতি করে।
শ্যাম্পু করলে স্কাল্পে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, কিন্তু, খনিজের স্তর পুরোপুরি ওঠে না। ফলে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং চুল দুর্বল হতে শুরু করে।
নোনা জল চুলের পিএইচ ভারসাম্য নষ্ট করে। ফলে চুলের ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে দারুণ কার্যকরী অ্যালোভেরা।
তাজা অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নারকেল তেল, অলিভ অয়েল এবং মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন এবং মাথায় লাগান। দারুণ উপকার পাবেন।
অ্যালোভেরার হেয়ার মাস্ক স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালভাবে লাগিয়ে ক্যাপ দিয়ে ঢেকে দিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন। নিস্তেজ চুল হয়ে উঠবে সুন্দর।
টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়েও চুলে লাগাতে পারেন। এই হেয়ার মাস্কটি সপ্তাহে দুবার ব্যবহার করলে চুল নরম হবে।
চুল ডিটক্স করাও জরুরি। সপ্তাহে অন্তত একদিন ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে। তাহলে স্ক্যাল্প ও চুল থেকে খনিজের স্তর দূর হবে।
আরও পড়ুন