7 May 2024

অ্যালোভেরা লাগালে বাড়তে পারে ত্বকের সমস্যা

credit: istock

TV9 Bangla

ত্বকের জন্য আয়ুর্বেদিক ওষুধ হিসাবে অ্যালোভেরার কথা সকলেরই জানা। অ্যালোভেরা পাতার রস হোক বা অ্যালোভেরা জেল- ত্বকের জন্য দারুণ কার্যকরী।

অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে ভরপুর অ্যালোভেরা। ফলে স্বাস্থ্যকর ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি।

ত্বক সতেজ রাখা থেকে গ্লো ফেরাতে অ্যালোভেরার জুড়ি নেই। কিন্তু, ত্বকের সব সমস্যায় অ্যালোভেরা লাগানো উচিত নয়। 

ত্বক বিশেষজ্ঞদের মতে, ব্রণ বেশি থাকলে সরাসরি অ্যালোভেরা লাগাবেন না। এতে ব্রণ আরও বেড়ে যেতে পারে, দাগও দেখা দিতে পারে।

ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব থাকলেও অ্যালোভেরা লাগানো ঠিক নয়। অ্যালোভেরা থেকে নিঃসৃত জেল ত্বকের ক্ষতি করতে পারে, লালচে ভাব আরও বেড়ে যেতে পারে।

কসমেটিক সার্জারি করার পর কখনও অ্যালোভেরা লাগাবেন না। অস্ত্রোপচারের পর ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে, ফলে অ্যালোভেরা লাগানো ঠিক হবে না।

অনেকেই অ্যালোভেরা জেলের সঙ্গে বিভিন্ন ঘরোয়া জিনিস মিশিয়ে ফেসপ্যাক বানান। তবে লেবু, বেকিং সোডার মতো জিনিস মিশিয়ে প্রয়োগের আগে প্যাচ টেস্ট করুন।