17 July 2024
বর্ষায় কি মুখে অ্যালোভেরা লাগানো উচিত?
credit: istock
TV9 Bangla
ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। বিশেষত, আর্দ্র ত্বকের জন্য অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল খুব কার্যকরী।
অ্যালোভেরা ত্বকের জন্য উপকারী হলেও বর্ষায় আঠালো ভাব ত্বকে সমস্যা বাড়ায়। আর্দ্রতা ও ধূলোবালির মধ্যে আঠালো ভাব ত্বকতে নিস্তেজ করে দিতে পারে।
অ্যালোভেরা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপ্টিক-সহ অন্যান্য বৈশিষ্ট্যে ভরপুর। এটা ত্বক ও চুলের জন্য উপকারী হলেও বর্ষাকালে কতটা উপকারী জেনে নিন।
অ্যালোভেরাও ত্বক ময়শ্চারাইজ করে এবং এটাও আঠালো। তাই বর্ষার সময় অ্যালোভেরা লাগানো উচিত কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বিশেষজ্ঞের মতে, বর্ষাকালে কেবল রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা মুখে লাগান। এটি মুখে লাগিয়ে বাইরে বেরোলে ময়লা জমে ত্বকের সমস্যা হতে পারে।
ত্বক তৈলাক্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই অ্যালোভেরা মুখে লাগান। নয়তো ব্রণর সমস্যা হতে পারে।
অ্যালোভেরা লাগানোর আগে মুখ পরিষ্কার করে নিন। না হলে অ্যালোভেরার সঙ্গে ধুলোবালি মিশে মুখে ব্রণ হতে পারে।
বর্ষাকালে ব্রণ, পিম্পলসের সমস্যায় ভুগলে অ্যালোভেরা লাগান। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে।
আরও পড়ুন