hair pack
insomnia 3

29 May 2024

চুল হবে মজবুত-শাইনি, বাড়িতে বানিয়ে নিন অ্যালোভেরা শ্যাম্পু

credit: istock

image

TV9 Bangla

hair pack (4)

গরমে প্যাচপ্যাচে ঘাম আর দাবদাহে ত্বকের পাশাপাশি চুলও ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সময়ে ত্বকের মতো চুলেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি।

aloe vera

ত্বক থেকে চুলের যত্ন অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালোভেরার রস লাগানোর পাশাপাশি অ্যালোভেরা দিয়ে শ্যাম্পু নিজেই বানিয়ে নিতে পারেন।

shampoo (5)

অ্যালোভেরার সঙ্গে নারকেল দুধ মিশিয়ে শ্যাম্পু তৈরি করতে পারেন। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট চুল শাইনি ও মজবুত করে।

অ্যালোভেরার শ্যাম্পু করতে লাগবে এক কাপ নারকেল দুধ, আধকাপ অ্যালোভেরা জেল এবং ১ চামচ করে মধু, অলিভ অয়েল ও এসেন্স অয়েল।

প্রথমে অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল দুধ ভাল করে মেশান। তারপর ওই মিশ্রণে মধু-সহ বাকি উপকরণ যোগ করুন।

সব উপকরণ ভালভাবে মিশে গেলেই তৈরি অ্যালোভেরা-শ্যাম্পু। এটা কাচের বোতলে রাখা উচিত।

ঘরে তৈরি অ্যালোভেরা শ্যাম্পুর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম। তাই এটি সপ্তাহে ৩ বার চুলে লাগাতে পারেন। চুলের বৃদ্ধি থেকে চুল শাইনি করতে দারুণ কার্যকরী এটা।

অ্যালোভেরা জেল চুলের বৃদ্ধিতে সহায়ক। নারকেল দুধ চুলের গোড়া মজবুত করে। এছাড়া মধু ও অন্যান্য উপাদান চুল শাইনি করতে সাহায্য করে।