18 July 2024

চুলের ১০০ সমস্যা? এই তেল মাখুন

credit: istock

TV9 Bangla

চুল পড়া, রুক্ষ চুল, ফ্রিজিনেস, দু'মুখো চুল—এসব সমস্যা প্রতিটা মেয়ের। কিন্তু চুলের সমস্যা থেকে মুক্তি উপায় কারওর কাছেই নেই।

চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে একটি মাত্র তেল। রোজ যদি ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন দারুণ উপকার পাবেন।

ক্যাস্টর অয়েল চুলের যত্নে দুর্দান্ত ফল এনে দেয়। এটি চুলকে পুষ্টি জোগায়। চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

ক্যাস্টর অয়েলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের জন্য অপরিহার্য। এই পুষ্টি চুলের ফলিকল গঠনে ও শক্তিশালী করতে সাহায্য করে।

চুলের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রেও ক্যাস্টর অয়েলকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। চুল ও স্ক্যাল্পকে ময়েশ্চারাইজড রাখে ক্যাস্টর অয়েল।

নিয়মিত স্ক্যাল্পে ক্যাস্টর অয়েল মালিশ করলে মাথার ত্বক রক্ত সঞ্চালন উন্নত হবে। এতে চুলের বৃদ্ধি ঘটবে এবং চুল পড়া কমবে।

চুলের ফলিকলের ক্ষতি পুনরুদ্ধার করতে এবং চুলের সমস্যা কমাতে দুর্দান্ত কাজ করে ক্যাস্টর অয়েল। চুলকে নরম করে তোলে।

নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুল ও স্ক্যাল্পে মালিশ করতে পারেন। এতেও চুলের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।