30 August 2024

ব্রণতে নাজেহাল? চন্দন মাখুন মুখে

credit: istock

TV9 Bangla

নামী-দামি প্রসাধনী আজও চন্দনের ধারে কাছে ঘেঁষতে পারেনি। চন্দন হল এমন এক উপাদান যা ত্বকের যাবতীয় সমস্যা দূর করে।

ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা থেকে মুক্তি পেতে এবং ফর্সা ত্বক পেতে চন্দন দারুণ উপযোগী। সংক্রমণও ঠেকায় চন্দন বাটা।

নিয়মিত চন্দনের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের সমস্যা কমে এবং জেল্লা বাড়ে। ত্বকের দাগছোপ দূরও করে দেয় চন্দনের ফেসপ্যাক।

তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করতেও দুর্দান্ত কাজ করে চন্দন বাটা। এটি ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে এবং ত্বককে ভাল রাখে।

তৈলাক্ত ত্বকের সমস্যায় চন্দন বাটার সঙ্গে গোলাপ জল মিশিয়ে রাতে মাখুন। টানা ৭ দিন এই ফেসপ্যাক মাখলে ত্বকের জেল্লা ফেটে পড়বে।

ব্রণ থেকে মুক্তি পেতে চন্দন বাটার সঙ্গে টমেটো বেটে মুখে মাখুন। চন্দনের ফেসপ্যাক ব্রণ, তেলতেলে ভাব ও র‍্যাশের সমস্যা কমিয়ে দেয়।

ব্রণর জ্বালা কমাতে গোলাপ জল ও বিউলির ডালের সঙ্গে চন্দন বেটে মুখে লাগান। এটি মাখলে এক সপ্তাহ ব্রণ ধীরে ধীরে কমে যাবে।

ট্যান, দাগছোপ তুলতে টক দই, শসার রস ও গোলাপ জলের সঙ্গে চন্দন বেটে মুখে মাখুন। পাঁচ দিনের মধ্যেই ট্যান দূর হয়ে যাবে।