17th June, 2025

অম্বুবাচীতে কামাখ্যা মন্দিরের বন্ধ দরজার ভিতরে কী ঘটে? জানলে চমকে উঠবেন

TV9 Bangla

Credit -  Pinterest 

প্রবাদে রয়েছে, 'কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী।' আসলে ওইদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। এ বছর কবে পড়েছে অম্বুবাচী?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছর অম্বুবাচী শুরু হবে ইংরেজি - ২২ জুন, রবিবার। সময় - সকাল ৬টা ১০ মিনিট। বাংলা - ৭ আষাঢ়, রবিবার।

অম্বুবাচীর সময় তিনদিন কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ থাকে। কথিত আছে যে প্রতি বছর একটা সময়, এই জুন মাসে মা কামাখ্যা রজঃস্বলা হন। এর অর্থ কী?

বলা হয়, প্রতি বছর একবার মায়ের রজঃস্রাব হয়। সেই সময় মন্দিরের মূল দরজা বন্ধ থাকে। ঠিক তিন দিন পর সেই মন্দিরের মূল দরজা খোলে ও ভক্তরা মায়ের দর্শন পান।

অত্যন্ত রহস্যময়ী বিষয় এটাই, মন্দিরের মূল দরজা বন্ধ হওয়ার ঠিক আগে মায়ের যে শিলা রয়েছে গর্ভগৃহে, তা একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এরপর যখন তিন দিন পর ওই মূল দরজা খোলা হয়, সেই সময় দেখা যায়, যে সাদা বস্ত্র দিয়ে শিলা ঢেকে দেওয়া হয়েছিল, তা পুরোপুরি রক্তরঞ্জিত হয়ে গিয়েছে।

তারপর সেই বস্ত্র নামিয়ে নিয়ে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মা কামাখ্যার এই রক্তবস্ত্রের বিরাট কদর রয়েছে ভক্তদের মধ্যে। এটি অত্যন্ত শুভ বলে মনে করেন অনেকে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা পৌরাণিক কাহিনি ও হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।