16 March 2024

চুলের যত্নের সেরা জুটি কারা জানেন?

credit: istock

TV9 Bangla

দূষণ, মানসিক চাপ, অযত্ন, পুষ্টির অভাব, জীবনযাত্রার পরিবর্তন চুলের অবস্থা খারাপ করে দেয়। ডেকে আনে চুলের হাজারো সমস্যা।

চুলে যত বেশি হিট প্রয়োগ করবেন, রাসায়নিক যুক্ত পণ্য ব্যবহার করবেন, সমস্যা বাড়বে। এসব ক্ষেত্রে শ্যাম্পু-তেল খুব বেশি কাজ দেয় না।

চুলের গ্রোথ বাড়ানো থেকে সমস্যা দূর করতে আমলা-রিঠা-শিকাকাইয়ের জুটি অব্যর্থ। প্রাকৃতিক উপাদানের গুণে ফেরান চুলের হাল।

রিঠা চুলের উপর প্রাকৃতিক শ্যাম্পু, কন্ডিশনার ও ক্লিনজার হিসেবে কাজ করে। এটি চুলকে ঘন ও বাউন্সি করে তোলে। স্ক্যাল্পকে পরিষ্কার রাখে।

আমলকি খেলে চুল মজবুত হবে। আর চুলে মাখলেও উপকার পাবেন। চুলকে বাইরে ও ভিতর থেকে সুন্দর করে তোলে আমলকি।

শিকাকাই ব্যবহারের ফলে চুলের হাজারো সমস্যার সমাধান হয়। সুন্দর ও মজবুত চুল গঠনে বিশেষ সাহায্য করে এই তিন উপাদান।

১ চামচ করে আমলকি, রিঠা ও শিকাকাই গুঁড়ো মিশিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আরও জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। 

এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ২ ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। চুলের সমস্যা দূর করতে সপ্তাহে দু'বার এটি ব্যবহার করুন।