3 June 2024
এই পানীয় খেলে ৪০-এও থাকবেন ২৫-এর যুবতী
credit: istock
TV9 Bangla
বয়স বাড়লে ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। চামড়া ঝুলে পড়ে। ত্বকের উপ দাগছোপ বাড়ে। কিন্তু অ্যালোভেরা জুস খেলে তা হবে না।
ত্বকের সমস্যা দূর করতে অনেকেই অ্যালোভেরা জেল মাখেন। কিন্তু বার্ধক্যকে দূরে রাখতে গেলে অ্যালোভেরার রস খাওয়া বেশি দরকার।
ত্বকের উপর দুর্দান্ত কাজ করে অ্যালোভেরা। অ্যালোভেরা রস খেলে এটি বলিরেখা কমাতে সাহায্য করে। ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেয়।
অ্যালোভেরা রস হল অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। এটি ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে এবং বলিরেখা প্রতিরোধ করে।
অ্যালোভেরার রসে থাকা বিভিন্ন উপাদান ত্বককে হাইড্রেটেড রাখে। পাশাপাশি কোলাজেন উৎপাদনে কাজ করে। এতে ত্বক বুড়িয়ে যায় না।
কোলাজেন উৎপাদনে সহায়ক করে অ্যালোভেরা রস। এই প্রোটিন ত্বককে বলিরেখা প্রতিরোধ করা থেকে শুরু করে চামড়াকে টানটান করে রাখে।
অ্যালোভেরা রস দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। তাই অ্যালোভেরা রস খেলে ত্বকের প্রদাহও কমবে।
অ্যালোভেরা রস শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। দেহে জমে থাকা বর্জ্য বের করে। এতে ত্বকের সমস্যাও ধীরে ধীরে কমে যায়।
আরও পড়ুন