চোখে যাই হয়ে যাক ভুলেও রগড়াবেন না, চিকিৎসকদের কথা শুনলে আঁতকে উঠবেন
Credit - Pinterest
TV9 Bangla
আচমকা চোখ চুলকালে বা চোখে কিছু পড়লে সঙ্গে সঙ্গে হাত চলে যায় চোখে। আর তারপর শুরু হয় চোখ রগড়ানো। এমনটা করা ঠিক নয়।
চোখে যাই হয়ে যাক, ভুল করেও রগড়ানো ঠিক নয়। এমনটাই বলছেন চিকিৎসকরা। একদিকে চোখের কষ্ট তো হয়, পাশাপাশি দীর্ঘসময় ধরে এমনটা করলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে।
সকলের চোখের ভেতরে সুক্ষ্ম নার্ভ থাকে। কেউ যদি অতিরিক্ত চোখ রগড়ে থাকেন, তা হলে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্থ হতে পারে।
মানব শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। যা খুব স্পর্শকাতর। তাই যদি বেশি করে কেউ চোখ রগড়ান, তা হলে চোখে রক্তপাতও হতে পারে।
যখন তখন চোখে সরাসরি হাত দেওয়া মোটেও ভালো নয়। আমাদের হাতে সবচেয়ে বেশি ব্যাক্টেরিয়া থাকে। তা চোখে ঢুকলে বড়সড় ক্ষতির সম্ভবনা থাকে।
আচমকা কেউ যদি অতিরিক্ত চোখ রগড়াতে থাকেন, তা হলে চোখ দিয়ে ক্রমাগত জল বেরোতে থাকে। যার ফলে চোখে জ্বলুনি ভাবও শুরু হতে পারে।
চোখে কিছু হলে সঙ্গে সঙ্গে না রগড়ে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো। যদি প্রয়োজন হয়, তা হলে টিয়ার ড্রপ দেওয়া যেতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য স্বাস্থ্য সংক্রান্ত বক্তব্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনওরকম দায় নেই TV9 Bangla-র।