2 March 2024
ঘি দিয়েই দূর হবে বলিরেখা
credit: istock
TV9 Bangla
রান্নায় ঘি যোগ করলে তার স্বাদ বেড়ে যায় নিঃসন্দেহে। কিন্তু ঘি আপনার রূপচর্চার কাজেও লাগতে পারে। তা আগে জানতেন?
আপনার যদি শুষ্ক ত্বকের সমস্যা থাকে, তাহলে ঘি আপনাকে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করতে পারে।
কয়েক ফোঁটা ঘি ময়শ্চারাইজারের মতো ত্বকে লাগিয়ে নিন। শুষ্ক ত্বকের উপর আলাদা একটা স্তর তৈরি হয়ে যাবে।
কয়েক মিনিটের মধ্যেই আপনি ফল পাবেন হাতেনাতে। তবে তৈলাক্ত ত্বক হলে ঘি না লাগানোই ভাল।
ত্বকের যত্ন না নিলে অল্প বয়সে বলিরেখা দেখা দিতে পারে। ঘি এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে।
ঘিয়ের মধ্যে রয়েছে ভিটামিন ই। যা আপনার ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে।
ডার্ক সার্কেল দূর করতে চোখের চারপাশে কয়েক ফোঁটা ঘি লাগাতে পারেন। প্রতিদিন অল্প করে ঘি চোখের নীচে মাসাজ করুন।
শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এক মাস এই রুটিন ফলো করলেই ফল পাবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন