21 February 2024
লিকুইড লিপস্টিক পরলেই ঠোঁট শুষ্ক হয়ে যায়?
credit: istock
TV9 Bangla
লিকুইড বা ম্যাট লিপস্টিক পরতে ভালবাসেন, অথচ যখনই লিপস্টিক লাগান, সঙ্গে সঙ্গে ঠোঁট শুষ্ক হয়ে যায়।
কিন্তু এমনটা কেন হয়, তা জানেন কি? কারণ এই লিপস্টিক পরার নির্দিষ্ট কিছু কায়দা রয়েছে।
তাই সাধারণ কিছু নিয়ম মেনে ঠোঁটে অ্যাপ্লাই করলে তবেই লিকুইড লিপস্টিক মানাবে ভাল।
লিকুইড লিপস্টিক লাগাতে সময় লাগে। লাগে ধৈর্য্য। পাঁচ সেকেন্ডের মধ্যে লিকুইড লিপস্টিক লাগানোর চেষ্টা করলে তা সুন্দর হবে না।
বেরিয়ে যেতে পারে ঠোঁটের বাইরে। সুতরাং সঠিক আউটলাইন করে লিকুইড লিপস্টিক সময় নিয়ে অ্যাপ্লাই করুন।
মেকআপ ছাড়া শুধু লিকুইড লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিলে খাপছাড়া দেখতে লাগবে। খেয়াল রাখবেন তা যেন না হয়।
ফাউন্ডেশন লাগিয়ে মেকআপের বেস তৈরি করে তবে লিকুইড লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করুন।
ঠোঁটের উপরের মরা কোষ আগে তুলে ফেলুন। কিছুক্ষণ বাম লাগিয়ে রেখে তুলো দিয়ে তুলে ফেলার পর অ্যাপ্লাই করুন লিকুইড লিপস্টিক।
Learn more