কিছুতেই চুল ঘন ও লম্বা হচ্ছে না? পেঁয়াজের রসে এটা মেশালেই হবে ম্যাজিক
TV9 Bangla
Credit - Getty Images, Freepik
পেঁয়াজের রস চুলের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে খুব সহজেই পেঁয়াজের রস তৈরি করা যায়। সেটি সঠিক উপায়ে মাথায় মাখলেই মেলে সুফল।
অনেকে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজের রস মাথায় মাখেন। পেঁয়াজে প্রচুর পুষ্টি থাকে। চুল মজবুত করতে এটি সাহায্য করে।
পেঁয়াজের রসের হেয়ার মাস্ক চুল ঘন এবং লম্বা করতে পারে। তাতে অ্যালোভেরা জেল মেশালে চুলের জন্য আরও বেশি কার্যকরী হয়।
অ্যালোভেরা জেল ও পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে এই হেয়ার মাস্ক চুলের গোড়ায় ঠিক করে লাগালে উপকার মিলবে।
পেঁয়াজ রস ও অ্যালোভেরা জেলের হেয়ার মাস্কটি কীভাবে ব্যবহার করবেন? হেয়ার মাস্কটি চুলের গোড়া ও মাথার ত্বকে ভালো করে লাগাতে হবে। ৩০ মিনিট রাখতে হবে। তারপর হালকা শ্যাম্পু দিয়ে ধুতে হবে।
পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মেশাতে পারেন। নারকেল তেলে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। খুশকির সমস্যা কমাতে সহায়ক।
কীভাবে লাগাবেন পেঁয়াজের রস ও নারকেল তেল? দুই উপাদান দিয়ে একটি মিশ্রণ বানিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে। এরপর ৪৫ মিনিট রেখে চুল ধুতে হবে।
সপ্তাহে ২-৩ বার এই দুই ঘরোয়া প্রতিকার (পেঁয়াজ রস ও অ্যালোভেরা জেলের হেয়ার মাস্ক ও পেঁয়াজ রস এবং নারকেল তেলের মিশ্রণ) ব্যবহার করতে পারেন। চুলে তফাৎ নজরে পড়বে।