ঘন ঘন নেইল পলিশ লাগান? অজান্তেই ডাকছেন এই মারাত্মক রোগ
Credit - Getty Images
TV9 Bangla
নখ রাঙিয়ে তুলতে কে না ভালোবাসেন। মহিলাদের সাজসজ্জার অন্যতম অংশ নেইল পলিশ। নখকে সুন্দর করে রাঙিয়ে তোলার জন্য বিভিন্ন রংয়ের নেইল পলিশ ব্যবহার করেন মহিলারা।
বাচ্চা মেয়ে থেকে শুরু করে বড়রা নেইল পলিশ পরে থাকে। তবে বেশি নেইল পলিশ লাগালে কিছু মারাত্মক রোগ হতে পারে।
নখ সুন্দর দেখানোর জন্য মেয়েরা নেইল পলিশ পরে থাকে। নেইল পলিশ ও নেইল আর্ট ফ্যাশনে ইন। নারীরা নিজেদের নখকে আকর্ষণীয় করে তুলতে নখে নেইল পলিশ পরেন, নেইল আর্ট করেন।
ঘন ঘন নেইল পলিশ ব্যবহার নখের জন্য খুবই ক্ষতিকর। এর অতিরিক্ত ব্যবহার কিডনি, লিভার ও হার্টের সমস্যা তৈরি করে।
নেইল পেইন্টে টলুইন, ডিপ্রোপাইল থ্যালেট, ফরমালডিহাইডের মতো ক্ষতিকর রাসায়নিক থাকে। যা ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে। নখকে দুর্বল করে তোলে।
এই সকল রাসায়নিকের কারণে নখ হলুদ হয়ে যায়। ক্যানসার, প্রজনন গত সমস্যা এবং আরও নানা গুরুতর রোগ হতে পারে।
নেইল পলিশে থাকা টলুইন মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব সৃষ্টি করতে পারে। এর ফলে স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে।
ফরমালডিহাইড একটি বর্ণহীন গ্যাস। এর ফলে ত্বকে অ্যালার্জি হতে পারে। ডিপ্রোপাইল থ্যালেট নখের ক্ষতির পাশাপাশি প্রজনন সমস্যা তৈরি করে।