16th July, 2025

কপাল ভর্তি ব্রণর সমস্যায় নাজেহাল? এই টিপস ব্যবহার করে আরাম পান

Credit -  Pinterest , Getty Images

TV9 Bangla

দূষণ, ধুলোবালি, ময়লার কারণে অনেকের মুখে ব্রণ হয়। ব্ল্যাকহেডস হয়। ছেলে হোক বা মেয়ে, অনেকের কপালে প্রচুর পরিমাণে ব্রণ দেখা যায়।

ব্রণ কমাতে বাজারে নানা পণ্য পাওয়া যায়। তবে প্রাকৃতিক উপায়েও তা সারানো যায়। বিশেষজ্ঞদের মতে রাসায়নিক রয়েছে তেমন পণ্য ব্যবহার করার চেয়ে প্রাকৃতিক উপায়ে ব্রণ সারানো বেশি ভালো।

কপাল ভর্তি ব্রণ হলে কারও ভালো লাগে না। চলুন জেনে নেওয়া যাক কোন উপায়ে বাড়ির সামগ্রী ব্যবহার করেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি।

যে কোনও খাবারের স্বাদ বাড়ায় দারুচিনি। এছাড়া ত্বকের সমস্যাও দূর করে। দারুচিনির গুঁড়ো ও সামান্য মধু লাগিয়ে সেই মিশ্রণ কপালে কয়েকদিন লাগালে ব্রণ কমে যাবে।

অ্যালোভেরা অত্যন্ত উপকারী। এর জেল লাগালে ত্বক নরম হয়। রাতে ঘুমোনোর আগে কপালে থাকা ব্রণর জায়গায় অল্প অ্যালোভেরা জেল লাগান। একটু পরে ধুয়ে নিন।

কপালের ব্রণ কমাতে কার্যকরী পুদিনা ও গোলাপ জলের মিশ্রণ। ১০-১২টি পুদিনা পাতা পিষে তাতে অল্প গোলাপ জল লাগান। সেই মিশ্রণ অল্প কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি দিয়ে টোনার বানিয়ে লাগাতে পারেন কপালে হওয়া ব্রণর জায়গায়। ত্বক সতেজ করতে ও ব্রণ কমাতে এটি বেশ কার্যকরী। সঙ্গে গোলাপ জল মেশালে ভালো ফল মেলে।

এই রকম টোটকা ব্যবহার করে ত্বকে কোনও রকম জ্বলুনি ভাব হলে, চুলকানি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।