04 JUL 2025

মেয়াদ উর্ত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করে বিপদ ডেকে আনছেন না তো? বুঝবেন কীভাবে?  

credit:TV9

TV9 Bangla

বাড়িতে গ্যাস বুক করলে অনেক সময় আসে পুরনো সিলিন্ডার। আবার অনেক সময় আসে নতুন সিলিন্ডার। কখন কোন সিলিন্ডার পাবেন তা আপনার আগে থেকে জানা থাকে না, এমনকি আপনার হাতেও থাকে না।

কিন্তু অনেক সময় দেখা যায় আপনি হয়তো এমন কোনও সিলিন্ডার পেলেন তা বেশ অনেকটাই পুরনো। সিলিন্ডারে জং ধরে গিয়েছে। কোথাও কোথাও হয়তো ক্ষয় ধরছে।

গ্যাসের ব্যপার, সামান্য ভুলচুক হলেই কিন্তু চলে যেতে পারে আপনার প্রাণটা। তাই এমন সিলিন্ডার ব্যবহার করা মোটে সুবিধের নয়। কিন্তু কোন সিলিন্ডার 'সেফ' বুঝবেন কীভাবে?

আগুন নিয়ে না খেলে বরং সরকারি গাইড লাইনটা মেনে চলাই ভাল। গ্যাস ডিলারের তরফ থেকে যখন কোনও সিলিন্ডার নিয়ে আসবে ডেলিভারি করতে চেক করে নিন তা এক্সপায়ারড বা মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেছে কিনা।

প্রশ্ন হল কীভাবে বুঝবেন, সিলিন্ডারটি মেয়াদের মধ্যে আছে কিনা? ব্যপারটা খুবই সহজ। ওষুধের গায়ে যেমন তার এক্সপায়ারি ডেট লেখা থাকে, সিলিন্ডারের গায়ে থাকে তেমনটা। শুধু তার মধ্যে রয়েছে একটা ছোট্ট ট্রিক।

সেই ট্রিক জানেন না বলেই অনেকে বুঝতে পারেন না সিলিন্ডারের মেয়াদ কত? একটু খেয়াল করলেই দেখতে পাবেন সিলিন্ডারের গায়ে একটি লেটার এবং দুটি সংখ্যা লেখা আছে। যেমন ধরুন A27 বা C26 এই ধরনের।

এই নম্বরটি সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। সংখ্যাটির অর্থ মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার সাল। গোটা বছরকে চারটি কোয়ার্টারে ভাগ করা হয়। A = জানুয়ারি-মার্চ, B = এপ্রিল-জুন, C = জুলাই-সেপ্টেম্বর, D = অক্টোবর-নভেম্বর।

A27-এর অর্থ এই সিলিন্ডারের মেয়াদ ২০২৭ সালের প্রথম কোয়ার্টার অর্থাৎ মার্চ মাস অবধি। C26 মানে ২০২৬ সালের তৃতীয় কোয়ার্টার সেপ্টেম্বর অবধি। প্রত্যেকবার গ্যাস ডেলিভারি নেওয়ার আগে ভাল ভাবে দেখে নিন সিলিন্ডারটি মেয়াদ উর্ত্তীর্ণ কিনা।