28th December, 2024

বিয়ে হচ্ছে না? অর্থ আসছে না? এ জিনিস নিয়ে ঘুমোন, কামাল হবেই

Credit - Getty Images

TV9 Bangla

হিন্দু ধর্মে হলুদকে খুবই শুভ এবং পবিত্র বলে ধরা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে হলুদের সঙ্গে একাধিক প্রতিকারের যোগ রয়েছে।

কোনও ব্যক্তি যদি টাকা পয়সা বা অন্য কোনও সমস্যায় অস্থির হয়ে থাকেন, তা হলে সেই ব্যক্তির উচিত বালিশের নীচে হলুদ রাখা।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে হলুদকে দেবতাদের গুরু বলা হয়। অর্থাৎ গুরুদের প্রভু বলা হয় হলুদকে। তাই বালিশের নীচে হলুদ রাখা শুভ বলে মনে করা হয়।

বালিশের নীচে হলুদ রেখে ঘুমোলে কুন্ডলীতে বৃহস্পতিরা অবস্থান শক্তিশালী হয়। যা জীবন থেকে নেতিবাচকতা দূর করে। ইতিবাচকতা নিয়ে আসে।

বালিশের নীচে হলুদ রেখে ঘুমোলে চিন্তাশক্তি বাড়ে। ঘুম ভালো হয়। এ ছাড়াও বালিশের নীচে হলুদ রাখলে খারাপ স্বপ্ন দেখা থেকে মুক্তি পান অনেকে।

বালিশের নীচে হলুদ রেখে ঘুমোলে চাকরি পাওয়ার সম্ভবনা বাড়ে। এর ফলে অর্থের অভাব দূর হয়। তাই যাঁরা আর্থিক সমস্যায় ভুগছেন, এ টোটকা মানতে পারেন।

যদি বিয়ে আটকে থাকে কারও, তা হলে বালিশের নীচে হলুদ রেখে দেখতে পারেন। বলা হয়, বালিশের নীচে হলুদ রেখে ঘুমোতে বিয়ে সংক্রান্ত সমস্যা মিটে যায়।

এক পরিষ্কার কাপড়ে হলুদের টুকরো বেঁধে ঘুমোতে পারেন। বলা হয়, বালিশের নীচে সেই কাপড়ের পুঁটলি রেখে ঘুমোলে সমস্ত ইচ্ছেপূরণ হয়।