22nd December, 2024

বাড়িতে সুখ-শান্তি ফেরাতে পোড়ান লবঙ্গ, ঘুচবে অর্থকষ্টও

Credit - Getty Images

TV9 Bangla

আপনার বাড়িতে নানা কারণে ঝামেলা হচ্ছে? আপনি টাকাপয়সা নিয়ে বা অন্য কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন? তা হলে লবঙ্গ আপনার সমস্যার সমাধান করতে পারে।

লবঙ্গ খাওয়ার নানা উপকারিতা রয়েছে। কিন্তু সেটি যে বাস্তুশাস্ত্র মতেও শুভ তা অনেকেই জানেন না। বড়িতে লবঙ্গ পোড়ানো নিয়ে অনেকের ধারণাও নেই।

বাড়িতে লবঙ্গ পোড়ানো হলে, জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। জেনে নিন বাড়িতে লবঙ্গ পোড়ানোর কী কী উপকারিতা রয়েছে।

যদি কোনও ব্যক্তি তাঁর বাড়িতে লবঙ্গ পোড়ান, তা হলে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে। বাড়িতে শান্তি বজায় থাকে।

ঘরে লবঙ্গ পোড়ালে কু-নজর থেকে মুক্তি পাওয়া যায়। সকালে পুজোর পর আরতির সময় লবঙ্গ দিলে বাড়ির পরিবেশ পবিত্র হয়।

সন্ধ্যেবেলা লবঙ্গ পোড়ানো হলে সেই বাড়ির সদস্যরা রোগমুক্ত হন। পরিবারের কোনও সদস্য অসুস্থ হলে সন্ধায় লবঙ্গ জ্বালিয়ে দিলে উপকার মেলে।

৭-৮টি লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে ঘরের যে কোনও কোণায় রাখলে আর্থিক অবস্থার উন্নতি হয়। ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

অর্থ ও সমৃদ্ধি লাভ করতে চাইলে রাতে ১১ বা ২১টি লবঙ্গ একসঙ্গে পোড়াতে পারেন। এ কাজ করলে সেই ব্যক্তির জীবনে উন্নতি হয়।