বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন...
Credit - X, Pixabay
TV9 Bangla
যদি কোনও বিড়াল রাস্তা কাটে, তা হলে সেটি অনেকেই অশুভ বলে মনে করেন। বিশেষ করে অনেকে বলেন, কালো বিড়াল রাস্তা কাটলে জীবনে সংকট আসে।
বিড়াল সম্পর্কে নানা কুসংস্কার রয়েছে। তবে শুধু ভারতেই নয় বিশ্বের একাধিক দেশে তা প্রচলিত রয়েছে। কোথাও বিড়ালকে শুভ, তো কোথাও আবার অশুভ বলে মনে করা হয়।
বিড়াল যে ব্যক্তির পথ কাটে, তিনি কিছুক্ষণের জন্য সেখানেই থমকে দাঁড়িয়ে যান। আবার অনেকে অপর প্রান্ত থেকে কেউ হেঁটে যাওয়ার অপেক্ষা করেন।
বৃন্দাবনের বাবা প্রেমানন্দ মহারাজের কাছে এক ভক্ত এই প্রশ্ন রেখেছিলেন যে, বিড়াল রাস্তা কাটলে তা কি অশুভ হয়? খুব সহজ ভাবে এর উত্তর দিয়েছেন তিনি।
প্রেমানন্দ মহারাজের কথায়, কুকুর বা বিড়াল যে প্রাণীই হোক না কেন, সে রাস্তা কাটলে কিছু হয় না। কারণ তা জাগতিক জিনিস। ঈশ্বর সকল জীবের মধ্যে বিরাজ করেন।
ফলে রাস্তা দিয়ে পেরোনোর সময় বিড়াল রাস্তা কাটলে ভয় পাওয়ার কিছু নেই। এতে ভাগ্য খারাপ হয় না। ফলে বিড়াল রাস্তা কাটলে কারও ক্ষতি হয় না।
তা হলে বিড়াল রাস্তা কাটলে কী করা উচিত? প্রেমানন্দ মহারাজের কথায়, ঈশ্বরের নাম নিয়ে রাস্তা পেরিয়ে যাওয়া উচিত। কারণ সেই বিড়ালের মধ্যেও রয়েছেন ঈশ্বর।
একইসঙ্গে প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, এই সকল বাধা তাদের জন্য যারা পাপী। ধার্মিক ও ঈশ্বরের ভক্তদের জন্য যে কোনও বাধাই আসল বাধা নয়। তা শুভই হয়।