6th January, 2025

স্বামীর কোন দিকে স্ত্রী ঘুমোলে সংসারে উপচে পড়বে সুখ, জানেন?

Credit - META AI

TV9 Bangla

শাস্ত্র অনুযায়ী প্রতিটি কাজের নানা নিয়ম রয়েছে। ঘুমোনোর ক্ষেত্রেও শাস্ত্রের যোগ রয়েছে। শুনলে অবাক লাগতে পারে, যে ঘুমের সঙ্গে শাস্ত্রের আবার যোগ কীসের।

সুস্থ ও সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন যাপন করার জন্য স্বামীর কোন পাশে ঘুমোনো উচিত স্ত্রীর, জানেন? শাস্ত্রে সে কথা উল্লেখ রয়েছে।

শাস্ত্র অনুযায়ী বরাবর স্ত্রীর উচিত স্বামীর পাশে ঘুমোনো। সুখী দাম্পত্য জীবন চাইলে মহিলাদের অবশ্যই এটি মেনে চলা উচিত।

কখনও স্ত্রীকে ডান দিকে রেখে ঘুমোতে নেই। ঘুমোনোর সময় স্বামীর ডান দিকে যদি স্ত্রী থাকেন, তা হলে সংসারে সুখ ও সমৃদ্ধি নষ্ট হয়।

সংসারে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে হলে ঘুমোনোর সময় অতি অবশ্যই স্বামীকে তাঁর স্ত্রীর ডান দিকে থাকতে হবে।

শাস্ত্র অনুযায়ী স্ত্রী যদি স্বামীর বাম দিকে ঘুমোন, তা হলে তাদের মধ্যে প্রেম এবং বিশ্বাস দুটিই বাড়ে।

এ ছাড়া শাস্ত্র মতে, রুমের মূল দরজার দিকে পা রেখে ঘুমোনো অত্যন্ত অশুভ বলে ধরা হয়। তাই যতটা সম্ভব সেটি এড়িয়ে যাওয়াই ভালো।  

শাস্ত্র মতে, উত্তর দিকে মাথা রেখে ঘুমোনো উচিত নয়। সবথেকে ভালো হল ঘরের দক্ষিণ-পূর্ব দিকে মাথা রেখে ঘুমোনো।