2nd February , 2025

হ্যাঁ-চ-চো! একবার হাঁচি অশুভ, আর দু'বার হাঁচলে কীসের ইঙ্গিত?

Credit - Canva, Pixabay 

TV9 Bangla

বাংলার এক প্রবাদ অনুযায়ী, যাত্রীর শুরুতেই হাঁচি হওয়া বা হাঁচির শব্দ শোনা অশুভ। ধরুন বাড়ি থেকে বেরোচ্ছেন, সেই সময় হাঁচির আওয়াজ পেলেন। তখন অনেকের রাগ হয়।

কোনও ব্যক্তি যাত্রার সময় দু'বার যদি হাঁচির শব্দ শোনেন, তা কীসের ইঙ্গিত জানেন? শকুন শাস্ত্র মতে এর এক ব্যাখ্যা রয়েছে।

 শকুন শাস্ত্র অনুযায়ী কিছু কিছু ঘটনা ভবিষ্যতে হতে চলা নানা সমস্যার দিকে ইশারা করে। শকুন শাস্ত্রে হাঁচির ধারণা নিয়ে নানান গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে।

হাঁচি আসলে ফুসফুস থেকে বাতাস বের হওয়ার একটি প্রক্রিয়া। যা শরীরের এক শারীরিক প্রক্রিয়া। কিন্তু হিন্দু শাস্ত্র মতে হাঁচির আলাদা অর্থও রয়েছে।

শকুন শাস্ত্র অনুসারে, হারানো জিনিস খোঁজার সময় যদি কেউ হাঁচে, তা হলে সেই বস্তুটি খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যায়।

শকুন শাস্ত্র অনুযায়ী, ওষুধ খাওয়ার সময় হাঁচি খুবই শুভ বলা হয়। এর ফলে দ্রুত অসুখের বিনাস হয় অর্থাৎ অসুখ সেরে যায় বলে মনে করা হয়।

কোনও কাজে বা যাত্রার ক্ষেত্রে দু'বার হাঁচি দিলে বা পরপর দু'বার হাঁচির শব্দ শুনলে তা শুভ বলা হয়। শকুন শাস্ত্র এই তথ্য দেয়। 

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।