ঘরোয়া প্রতিকারে কি না হয়। অনেকে বিশ্বাস করেন না, আবার অনেকে অন্ধের মতো বিশ্বাস করেন।
সহবাস বা মিলনের পর গর্ভধারণের আশঙ্কা থাকলে গর্ভনিধারক পিল নয়, সুস্থ থাকতে ঘরের প্রয়োজনীয় জিনিস দিয়েই করুন প্রতিকার।
বাড়িতে পাকা পেঁপে এলে পেঁপের বীজ কখনও ফেলবেন না। অসংরক্ষিত যৌনমিলন হলে, পরবর্তী চারদিনে দুবার করে পেঁপে খেতে পারেন।
পেঁপে ডিম্বাণু নিষিক্তকরণ রোধ করে ও সহবাসের পরে অবাঞ্ছিত গর্ভধারণ নিয়ন্ত্রণ করার এক প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রক।
পেঁপে ছাড়াও আনারসও দারুণ গুরুত্বপূর্ণ একটি ফল। এর মধ্যে রয়েছে ভ্রণের ইমপ্ল্যান্টেশন প্রতিরোধ করার ক্ষমতা।
সহবাসের পর একটানা ২থেকে ৩ দিন পাকা আনারস খেলে আনপ্ল্যানড গর্ভধারণ এড়িয়ে যাওয়া যায়। বিদেশে অত্যন্ত জনপ্রিয়, দেশেও রয়েছে এই ফলের চাষ। প্রাকৃতিকভাবে ইমপ্ল্যান্টেশন প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাপ্রিকট ফল।
বাজারে শুকনো বা ড্রাই অ্যাপ্রিকট পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে বা সেদ্ধ করে, একটি স্মুদি বানিয়েও খেতে পারেন। একই রকম কাজে দেবে।
রান্নাঘরের অতিপরিচিত দারুচিনি হল গর্ভধারণ এড়ানোর প্রাকৃতিক ও সেরা উপাদান। বেশি মাত্রায় খেলে গর্ভপাত পর্যন্তও হতে পারে। তাই খুব সাবধান।
যৌনমিলনের পর গর্ভধারণ থেকে মুক্তি পেতে পরবর্তী পিরিয়ড শুরু না হওয়া পর্যন্ত প্রতিদিন জলের সঙ্গে বা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।