শীতে ফেসিয়াল করার সময় যে ভুলগুলি একেবারেই করবেন না
Credit - Getty Images
TV9 Bangla
মুখ যাতে উজ্জ্বল দেখায় তাতে সাহায্য করে ফেসিয়াল। পাশাপাশি ফেসিয়াল ত্বককেও হাইড্রেট করে। দাগ, ব্রণ দূর করতে সাহায্য করে।
ফেসিয়াল ত্বককে টানটান রাখতে সাহায্য করে। শীতকালে ফেসিয়াল করলে গেলে বেশ কিছু বিষয় সকলকে মাথায় রাখতে হবে।
শীতকালে ফেসিয়াল করার সময় কয়েকটি ছোট্ট বিষয় মাথায় রাখা দরকার, তা না রাখলে ত্বকে নানা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
শীতকালে ত্বক যদি খুব শুষ্ক ও আর্দ্র থাকে তা হলে হালকা ও হাইড্রেটিং ফেসিয়াল বেছে নিতে হবে। যাতে ত্বক শুষ্ক না হয়ে যায়।
যদি খুব জোরে জোরে মুখে স্ক্রাবিং করেন, তা হলেও ত্বক শুষ্ক হয়ে যায়। তাই হালকা স্ক্রাব বেছে নিতে হবে। যা ত্বকের ক্ষতি না করে।
ত্বক অতিরিক্ত শুষ্ক হলে শীতকালে পিল অফ মাস্ক ব্যবহার এড়িয়ে চলুন। এটি শীতে ব্যবহার করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে।
ফেসিয়াল করার সময় গরম জল ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে। তাই সব সময় হালকা গরম জল ব্যবহার করা উচিত। শীতকালে তেল-ভিত্তিক ও হাইড্রেটিং মাস্ক ব্যবহার করুন।
শীতকালে বরাবর মাড মাস্ক ব্যবহার এড়িয়ে চলুন। এই মাড মাস্ক ত্বককে আরও শুষ্ক করতে পারে। তাই ত্বকের যত্নে সঠিক ফেসিয়াল বেছে নিন।