29 May 2024

কুলারের বদলে এসি, গরমে রামলালার খাদ্য-পোশাকেও বদল

TV9 Bangla

প্রচণ্ড গরম পড়েছে। দেশের অনেক জায়গাতেই তীব্র তাপপ্রবাহ চলছে। যার থেকে রেহাই নেই রামলালার-ভূমি, অযোধ্যাও।

অযোধ্যায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তার সঙ্গে চলছে তাপপ্রবাহ। এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে খাওয়া-দাওয়া থেকে পোশাকে বিশেষ সতর্ক হওয়া জরুরি।

অযোধ্যার প্রচণ্ড গরমে নাজেহাল সেখানকার বাসিন্দারা। তাই অযোধ্যার রাম মন্দিরে অধিষ্ঠিত  রামলালাকে স্বস্তি দিতে তাঁরও দৈনন্দিন রুটিনে এল বদল।

গরমে স্বস্তি পেতে সুতির হালকা পোশাক পরার পরমর্শ দেন বিশেষজ্ঞরা। তাই রামলালার জন্যও অযোধ্যার রাম মন্দিরে এল সুতির হালকা বিশেষ পোশাক।

কেবল পোশাক নয়, ৫ বছর বয়সি রামলালার সাজসজ্জারও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। গরমে শীতলতা দেয়, এমন ফুল দিয়ে রামলালাকে সাজানো হচ্ছে।

রামলালার জন্য গর্ভগৃহে প্রথম থেকেই কুলারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, এই গরমে কুলারে স্বস্তি নেই। তাই এবার গর্ভগৃহের জন্য এয়ার কন্ডিশনার এসেছে।

ভগবান শ্রী রামলালার খাবারেও বদল হয়েছে। গরমের জন্য এখন রামলালাকে নিবেদন করা হচ্ছে দই, লস্যি, ফলের রস। এছাড়া আম, তরমুজ, শসা ও মরশুমি ফল।

আরতির সময় প্রদীপের শিখা থেকে যাতে রামলালার গরম না লাগে, সেজন্য আরতির প্রদীপেও বদল ঘটেছে। কম শিখার প্রদীপ জ্বালানো হচ্ছে।

রাম মন্দিরের পুরোহিত জানান, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর সেটি প্রাণবন্ত হয়। তাই তাঁর খাবার, পানীয়, পোশাক-সহ প্রতিটি জিনিসে যত্ন নেওয়া জরুরি।