09 MAR 2025

সামনেই বড় বিপদ, বাবা ভাঙ্গা-নস্ট্রাডামাস, সকলের ভবিষ্যদ্বাণী ঘিরে বাড়ছে ভয়

credit:Getty Images

TV9 Bangla

জন্মান্ধ হলেও একের পর এক ভবিষ্যদ্বাণীর করে বিশ্বকে চমকে দিয়েছেন বুলগেরিয়ার বাবা ভাঙ্গা। তাঁর করা ভবিষ্যদ্বাণীর প্রায় ৯০ ভাগই সত্য বলেও প্রমাণিত হয়েছে।

তবে তিনি একা নন, পৃথিবী যতবার কোনও না কোনও বিপদের মুখোমুখি হয়েছে তার পূর্বাভাস দিয়েছেন আরও অনেকেই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চেরনোবিল বিপর্যয়, স্ট্যালিনের মৃত্যু, রাশিয়ান সাবমেরিন বিপর্যয়, রাজকুমারী ডায়ানার মৃত্যু, ৯/১১ হামলা বা ২০০৪ সালের সুনামির মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।

বাবা ভাঙ্গা ছাড়াও বহু বিপদের পূর্বাভাস দিয়েছিলেন আরও অনেক নবী। কোভিড-১৯ মহামারী, ইসরায়েল-হামাস যুদ্ধ, হিটলারের উত্থান, কেনেডি হত্যাকাণ্ড এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও বলেছিলেন নস্ট্রাডামাস।  

নস্ট্রাডামাসের সেই সব ভবিষ্যদ্বাণী পরে সত্যি বলে প্রমাণিত হয়েছে। নস্ট্রাডামাস সহ আরও অনেকেই ২০২৫ সাল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁদের শঙ্কা মহামারি ফিরে আসতে পারে ইংল্যান্ডে। ইউরোপে বন্যার কারণে বড় দুর্ভোগ হতে পারে। পৃথিবীতে আঘাত হানতে পারে বৃহৎ গ্রহাণু।

এছাড়াও অগ্ন্যুৎপাতের কারণে বিপদে পড়তে পারে চিন, অস্ট্রেলিয়া, জাপান এবং অন্যান্য বেশ কিছু দেশ। চলতে পারে  ধ্বংস যজ্ঞ।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।