বিপদের দামামা, এই দেশ পরিণত হবে মুসলিম রাষ্ট্রে! শোরগোল ফেলা ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
TV9 Bangla
Credit - X
শিয়রে বাজছে বিপদের দামামা। আর বিশ্ববাসীকে নানা বিপদ থেকে সতর্ক করার জন্য আগে ভাগেই নানা কথা বলেছেন বুলগেরিয়ার বাবা ভাঙ্গা।
বাবা ভাঙ্গা একজন মহিলা। জন্মান্ধ এই মহিলার করা ভবিষ্যদ্বাণীর প্রায় ৯০ শতাংশ সত্যি বলে প্রমাণিত হয়েছে। তাঁর পুরো নাম ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা।
মাত্র ১২ বছর বয়সে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন বাবা ভাঙ্গা। এরপর ভবিষ্যৎ দেখতে পাওয়ার এক অবাক করা ক্ষমতা পান।
বাবা ভাঙ্গার করা ভবিষ্যদ্বাণীর মধ্যে অন্যতম হল চের্নোবিল বিপর্যয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ান সাবমেরিন বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ২০০৪ সালের সুনামির মতো ঘটনা।
বুলগেরিয়ার বাবা ভাঙ্গার করা একাধিক ভবিষ্যদ্বাণীর মধ্যে একটি হল বিশ্বের একটি দেশে শীঘ্রই মুসলিম শাসনব্যবস্থা জারি হবে।
২০৪৩ সালের মধ্যে গোটা ইউরোপে মুসলিম শাসনব্যবস্থা জারি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এর অর্থ ইউরোপে উল্লেখযোগ্য সংঘাত ও অস্থিরতার পরিবেশ তৈরি হবে।
এ বছর বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক শক্তিশালী ভূমিকম্প হবে বলে পূর্বাভাস দিয়েছেন বাবা ভাঙ্গা। প্রাকৃতিক দুর্যোগের কারণে, নানান ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুও হবে বলেছেন তিনি।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।