১৯৯৬ সালে মৃত্যু হয়েছে, তবু তাঁর মৃত্যুর পরেও সত্যি হয়েছে তাঁর করে যাওয়া একের পর এক ভবিষ্যদ্বাণী। বুলগেরিয়াবাসী বাবা ভাঙ্গার বলে যাওয়া কথা তাই আজও ভাবায় গোটা বিশ্বকে।
কেবল বিশ্ব নিয়েই নয়, ২০২৫ সাল নিয়েও নানা ধরনের ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। এমনকি ভারতকে নিয়েও নানা ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
গোটা বিশ্ব সম্পর্কে যেমন নানা কথা তিনি বলেছেন, তেমনই ভারত সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর কথা বলেছেন তিনি। যা শুনে এখন ঘুম উড়ছে অনেকেরই।
বাবা ভাঙ্গা বলেছেন এই বছর ভারতের জন্য ভাল-খারাপ দুই মিলিয়েই কাটবে। প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক এবং অর্থনীতিতে বড় পরিবর্তন দেখা যাবে। বিজ্ঞানের অগ্রগতি হতে পারে।
বাবা ভাঙ্গার মতে ২০২৫ সালে ভারতে বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, বন্যা বা ঘূর্ণিঝড়ের কারণে সমস্যায় পড়তে হতে পারে।
তবে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিক থেকে অগ্রগতির সুযোগ রয়েছে বলেই জানিয়েছেন তিনি। নতুন প্রযুক্তি, মহাকাশ অনুসন্ধান এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত এই বছর প্রভূত উন্নতি করতে পারে।
ভারতের অর্থনীতির দ্রুত বিকাশ ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি। সামাজিক পরিবর্তনের সমূহ সম্ভাবনা রয়েছে। বড় রাজনৈতিক পালাবদল হতে পারে।
স্বাস্থ্য ক্ষেত্রে ফের বড় চ্যালেঞ্জ আসতে পারে বলে সাবধান করেছেন তিনি। মহামারীর মতো কোনও ঘটনা ঘটতে পারে আবার। তাই স্বাস্থ্য নিয়ে সকলকে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন।