8th January, 2025

হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি...

Credit - X

TV9 Bangla

নতুন বছরের শুরুতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার নেপাল-তিব্বত সীমান্তে ভূমিকম্প হয়েছিল। এই দুই দেশের পাশাপাশি ভারত ও চিনের নানা জায়গায় ক্ষতি হয়েছে।

ভূমিকম্প হতেই নেটদুনিয়ায় অনেকেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা শুরু করেছেন। আসলে বাবা ভাঙ্গা এ বছর একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন।

১৯৯৬ সালে বাবা ভাঙ্গার মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর করে যাওয়া নানা ভবিষ্যদ্বাণী বিভিন্ন সময় মিলে গিয়েছে। এ বছরের শুরু থেকেই তাই বাবা ভাঙ্গাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে।

২০২৫ সাল নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করেছেন বুলগেরিয়ান বাবা ভাঙ্গা। যেখানে ভারতবর্ষকেও নিয়ে তিনি নানা চিন্তার কথা উল্লেখ করেছিলেন।

এ বছর যে ভূমিকম্প হবে, এই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। নতুন বছরের ৬টা দিন কাটতেই তা হাতে নাতে ফলে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

ভারত প্রসঙ্গে বাবা ভাঙ্গা যে সকল ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার মধ্যে ছিল প্রাকৃতিক দুর্যোগ। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিরাট পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে।  

এ বছর ভারতে মহামারীর সমস্যা দেখা দিতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। ইতিমধ্যেই HMP ভাইরাস নিয়ে সকলে চিন্তিত।

গোটা বিশ্বের কথা ধরলে এ বছর বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী এক মারাত্মক যুদ্ধ হবে। বিভিন্ন রিপোর্ট বলছে, সিরিয়ার পতনের মাধ্যমে যা শুরু হবে।