19th June, 2025

কিছুতেই রোগ সারছে না, টাকা-পয়সার অভাব? বাড়িতে এই গাছটি আছে কিনা দেখুন তো

TV9 Bangla

Credit -  Pixabay

ছাদ বাগান এখন ট্রেন্ডিং। অনেকেই বাড়ির ছাদে বা বাগানে ফুল গাছ, ফলের গাছ লাগান। বাগান ভরিয়ে ফেলেন রকমারি গাছে।

তবে কোন গাছ বাড়িতে লাগানো শুভ, আর কোনটা অশুভ, তা কি জানেন? বাস্তু শাস্ত্রে এই গাছ লাগানো নিয়েও বলা রয়েছে।

এমন কিছু গাছ রয়েছে, যা পরিবারে সুখ-সমৃদ্ধি ডেকে আনে। আবার কিছু গাছ সংসারে ক্ষতি করে দেয়।

বর্তমানে অনেকেই বাড়িতে লঙ্কা গাছ লাগান। বাস্তুশাস্ত্র বলে, বাড়িতে বা ঘরে লঙ্কা গাছ লাগানো অশুভ।

এর পিছনে বিশেষ কারণও রয়েছে। ঘরে নেগেটিভ এনার্জি ছড়ায় লঙ্কার গাছ।

বাস্তুশাস্ত্র বলে, এতে সংসারে সমস্যা তৈরি হয়। পারিবারিক অশান্তি বাড়ে।

বাস্তু মতে, ঘরে লঙ্কা গাছ লাগালে তা স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে। পাশাপাশি অর্থ সমস্যাও লেগে থাকে।

লঙ্কা গাছ লাগালে আর্থিক ক্ষতি হতেই থাকে। নেগেটিভ এনার্জির কারণে অপ্রয়োজনীয় খরচ বাড়ে। সঞ্চয় অর্থ নষ্ট হয়।