when does Saraswati sit on people's tongue

2nd February , 2025

জানেন সরস্বতী দেবীর আশীর্বাদে দিনের কোন সময় কিছু বললেই হয় সত্যি? 

Credit - Pinterest

TV9 Bangla

image
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ভক্তি ভরে অনেকেই দেবী সরস্বতীর আধারনা করেন। এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পরিচিত।

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ভক্তি ভরে অনেকেই দেবী সরস্বতীর আধারনা করেন। এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পরিচিত।

জ্ঞান, সঙ্গীত, শিল্পের দেবী সরস্বতী। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, দিনের একটি সময় মানুষের জ্বিহায় বসেন সরস্বতী।

 জ্ঞান, সঙ্গীত, শিল্পের দেবী সরস্বতী। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, দিনের একটি সময় মানুষের জ্বিহায় বসেন সরস্বতী।

যে সময় কোনও ব্যক্তির জিভে সরস্বতী দেবী বসেন, সেই সময় ওই ব্যক্তি যা বলেন, তা সত্যি হয়। জানেন কোন সময় কোনও ব্যক্তির জিভে বসেন দেবী সরস্বতী?

যে সময় কোনও ব্যক্তির জিভে সরস্বতী দেবী বসেন, সেই সময় ওই ব্যক্তি যা বলেন, তা সত্যি হয়। জানেন কোন সময় কোনও ব্যক্তির জিভে বসেন দেবী সরস্বতী?

হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সময় কোনও ব্যক্তির জিভে দেবী সরস্বতী বসলে সেই ব্যক্তির বলা কথা সত্যি হয়।

এ বার প্রশ্ন হল ব্রহ্ম মুহূর্ত ঠিক কখন? ভোর ৪টে থেকে ৫.৩০ মিনিটের মধ্যে যে সময়টি, তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত।

ব্রহ্ম মুহূর্তকে ঈশ্বরের সময় বলা হয়। এই সময় ঘুম থেকে ওঠা শুভ বলা হয়। এই সময় মন ও শরীর শুদ্ধ ও শান্ত থাকে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির মন আধ্যাত্মিক শক্তিতে ভরপুর থাকে। এই সময় দেবী সরস্বতীর মন্ত্র জপ করা উপকারী।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।