6 September 2024

দু'মুখো চুল? বিয়ার দিয়ে চুলের যত্ন নিন

credit: istock

TV9 Bangla

চুলের ডগা ফেটে গেলেই চুল কেটে ফেলেন? দু’মুখো চুলের সমস্যায় ভুগলে চুল কেটে ফেলা কোনও সমাধান নয়। এতে চুলের হাল ফেরে না।

গরম জলে স্নান করলেও চুলের ডগা ফেটে যায়। ঘন ঘন চুলে রং করানো, ড্রাই শ্যাম্পু, স্ট্রেটনার ব্যবহার করলেও স্প্লিট এন্ড দেখা দেয়। 

স্প্লিট এন্ডের সমস্যায় ভুগলে হেয়ার মাস্ক সবচেয়ে ভাল ফল দেয়। চুলের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলের সমস্যা হেয়ার মাস্কই সেরা।

চুলের সমস্যা দূর করতে বিয়ার ব্যবহার করুন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও চুলের জন্য উপকারী বিয়ার। কমায় স্প্লিট এন্ডের সমস্যা।

চুলে ভলিউম এনে দিতে সাহায্য করে বিয়ার। ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে বিয়ার। বাড়িতে বানিয়ে নিন বিয়ারের হেয়ার মাস্ক।

শ্যাম্পু করার পর মাথায় এক গ্লাস বিয়ার মাথায় ঢেলে নিন। তারপর হালকা হাতে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এক কাপ বিয়ারের সঙ্গে ২টো ডিমের কুসুম মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। ভেজা চুলে এই হেয়ার মাস্ক মেখে ৩০ মিনিট বসে থাকুন।

যে কোনও হেয়ার অয়েলের সঙ্গে বিয়ার মিশিয়েও চুলে মাখতে পারেন। বিয়ারের হেয়ার মাস্ক ব্যবহারের পর চুল ভাল করে ধুয়ে নিন।