2 July 2024
সপ্তাহে একদিন চাই ফেসপ্যাক
credit: pinterest
TV9 Bangla
ত্বককে ভাল রাখতে এবং জেল্লা বাড়াতে তার নিয়মিত যত্ন নেওয়া দরকার। CTM মেনে চলার পাশাপাশি সপ্তাহে একদিন ফেসপ্যাক মাখুন।
সারা সপ্তাহ ত্বকের যত্ন নিতে না পারলেও, উইকএন্ডকে বেছে নিন ফেসপ্যাকের জন্য। আর হোমমেড ফেসপ্যাক মাখলে উপকার মিলবে আরও বেশি।
ফেসপ্যাক ত্বকের গভীরে ঢুকে টক্সিন পরিষ্কার করে। তেল, ময়লা, জীবাণু পরিষ্কার করতে ফেসপ্যাক দারুণ উপকারী। এতে ত্বকের সমস্যা কমে।
রোমকূপের মুখে ময়লা জমেই ব্রণর সমস্যা বাড়ে। আবার রোমকূপের মুখ খোলা থাকলেও চাপ। এই রোমকূপের মুখ পরিষ্কার করে ফেসপ্যাক।
ব্রণ, ট্যান, বলিরেখার মতো ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে ফেসপ্যাক। সপ্তাহে একদিন ব্যবহার করলেই অর্ধেক ত্বকের সমস্যা কমে যায়।
হাইড্রেটিং ফেসপ্যাক ব্যবহার করলে এড়ানো যায় না শুষ্ক ত্বকের সমস্যা। ফেসপ্যাক ব্যবহারের মাধ্যমে আপনি কোমল ও নরম ত্বক পেতে পারেন।
সপ্তাহ একদিন ফেসপ্যাক ব্যবহার করলে আপনার ত্বকের পাশাপাশি মনও ভাল থাকবে। এটা রিল্যাক্সিং ও থেরাপিউটিক।
চেষ্টা করুন বাজারচলতি ফেসপ্যাকের বদলে হোমমেড ফেসপ্যাক ব্যবহার করার। তবেই, ত্বকের যত্নে মিলবে এসব উপকারিতা।
আরও পড়ুন