অনেক হল নারকেল-সর্ষে-আমলকি, এবার চুলে লাগান তিল তেল, যা হবে ভাবতেও পারবেন না
Credit - Pinterest
TV9 Bangla
20 July, 2025
চুলের যত্নে সর্ষের তেল, নারকেল তেল, আমলকির তেলের ব্যবহার বেশ প্রচলিত। এসব ভুলে এবার চুলে লাগিয়ে দেখতে পারেন তিল তেল।
অনেকের অবাক লাগলেও এটাই সত্যি যে, তিল তেলের গুণ অনেক। যা মাখলে চুলের যে যে বদল হবে, তা ভাবতেও পারবেন না। জেনে নিন তিল তেল চুলে লাগানোর উপকারিতা কী কী।
তিল তেলে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। যা রক্তসঞ্চালন উন্নত করে ও চুলের গোঁড়া মজবুত করে। এই তেল শুষ্কতা বা দুর্বল গোঁড়া থেকে চুল পড়াও কমায়।
তিল তেলে আছে ভিটামিন E, B কমপ্লেক্স এবং ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। যা মাথার তালুতে দিলে চুলের গোঁড়া পুষ্টি পায়। নতুন চুল গজায়।
চুলের গায়ে একটি সুরক্ষামূলক প্রলেপ তৈরি করে তিল তেল। যা সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ এবং তাপের প্রভাবে চুল ভেঙে যাওয়া কিংবা রুক্ষ হওয়া আটকায়।
তিল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ খুশকির সমস্যা সারিয়ে তোলে।
কারও যদি মাথা চুলকায় অর্থাৎ স্ক্যাল্পে যদি সমস্যা হয় তা হলে তিল তেল উপশম দেয়। এটি চুলকানি কমায় ও মাথার ত্বক সুস্থ রাখে। স্ক্যাল্প সংক্রমণেও উপশম হয়।
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে তিল তেল। শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলে এর কাজ দারুণ। এটি ব্যবহার করলে চুল নরম, মসৃণ হয়। সহজে গোছানো যায়। স্প্লিট এন্ড বা চুলের ডগা ফাটা থামে।