19 June 2024

গরমেও দরকার গ্লিসারিন

credit: istock

TV9 Bangla

শীতকালে ত্বকের যত্ন নিতে দুর্দান্ত কাজ করে গ্লিসারিন। কিন্তু এখন গরমকালে। আর এখনও গ্লিসারিন প্রয়োজন। তবে ত্বক নয়, চুলের যত্নে।

ত্বকের পাশাপাশি চুলেরও দেখভাল করে গ্লিসারিন। চুলের জন্যও এই উপাদান সমানভাবে উপকারী। চুলের হাজারো সমস্যার সমাধান করে গ্লিসারিন।

চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গ্লিসারিন। কন্ডিশনার ব্যবহারের বদলে গ্লিসারিন মাখলেও চুল নরম ও কোমল থাকে।

চুলের জট ছাড়াতে কাজে লাগান গ্লিসারিন। সমপরিমাণ জল ও গ্লিসারিন মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এটা চুলে স্প্রে করলে জট ছেড়ে যাবে।

শুষ্ক ও রক্ষ চুলের সমস্যা দূর করতে দুর্দান্ত কাজ করে গ্লিসারিন। স্নান সেরে অল্প গ্লিসারিন চুলে মেখে নিলেই উপকার পাবেন।

শ্যাম্পু করার পর সিরাম মাখার বদলে ২-৩ ফোঁটা গ্লিসারিনও চুলে মাখতে পারেন। এতে চুলের জেল্লা ও কোমলভাব বজায় থাকবে।

চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে গ্লিসারিন। যে কোনও হেয়ার প্যাকে গ্লিসারিন মিশিয়েও ব্যবহার করতে পারেন।

স্ক্যাল্পে গ্লিসারিন ব্যবহার করলে খুশকির হাত থেকেও মুক্তি পাবেন। স্নানের আগে স্ক্যাল্পে গ্লিসারিন দিয়ে মালিশ করলেই উপকার পাবেন।