5 June 2024
ত্বকের ১০০টা সমস্যা? সমাধান ১ টুকরো বরফ
credit: istock
TV9 Bangla
গ্রীষ্মকালে ত্বকের হাজার একটা সমস্যা দেখা দেয়। রোদে বেরোলে ত্বক জ্বলতে থাকে। বাড়ে তেলতেলে ভাব। নাজেহাল হয়ে পড়েন ব্রণ নিয়ে।
গরমকালে ত্বকের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে আপনার ফ্রিজে। ত্বকের দেখভালে দুর্দান্ত কাজ করে বরফ। অবাক হচ্ছেন?
ত্বকের প্রদাহ কমানো থেকে শুরু করে গরমে ত্বকে কুলিং এফেক্ট এনে দিতে পারে বরফ। গরমকালে ত্বকের যত্নে অব্যর্থ টোটকা এই বরফ।
বরফের মধ্যে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। ত্বকের উপর বরফ ঘষলে ব্রণর ফোলাভাব, লালচে ভাব কমে যায়। ব্রণর সমস্যা থেকে মুক্তি মেলে।
ওপেন পোরসের সমস্যা দূর করতে সাহায্য করে বরফ। ত্বকের উপর বরফ ঘষলে রোমকূপের মুখগুলো বন্ধ হয়ে যায়। কমে সিবাম উৎপাদনও।
মুখে বরফ ঘষলে এটি ত্বকে রক্ত সঞ্চালনকে উন্নত করে। এতে ত্বকে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং ত্বকে পুষ্টি মেলে ও জেল্লা বাড়ে।
চোখের তোলার ফোলাভাব কমাতে সাহায্য করে বরফ। চোখের চারপাশে বরফ ঘষলে ফোলাভাবের পাশাপাশি ডার্ক সার্কেল থেকেও মুক্তি মেলে।
চড়া রোদে বেরোলে ত্বক পুড়ে যায়। ত্বকের উপর বরফ লাগালে প্রদাহ ও জ্বালাভাব কমে। তবে, বরফ সবসময় কাপড়ে মুড়ে ত্বকে লাগাবেন।
আরও পড়ুন