13 February 2024
কাঁচা হলুদে ত্বককে সাজিয়ে তুলুন
credit: istock
TV9 Bangla
রাত পোহালেই সরস্বতী পুজো। বাঙালির প্রেম দিবসকে টেক্কা দিতে হাজির ভ্যালেন্টাইন্স ডে। হলুদ শাড়ি-পাঞ্জাবি প্রেম করার দিন আজ।
সরস্বতী পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে হলুদ রং জড়িয়ে। তবে, হলুদ শাড়ি-পাঞ্জাবি নয়। সরস্বতী পুজোয় ত্বকেও দিন হলুদের ছোঁয়া।
সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদের ব্যবহার সম্পর্কে কমবেশি অনেকেই জানেন। এ দিন স্নানের জলে কাঁচা হলুদ মেশানোর রীতি রয়েছে।
সরস্বতী পুজোর দিন সকালে কাঁচা হলুদ মেখে স্নান করলে আপনার ত্বকের জন্য ভাল। ত্বকের একাধিক সমস্যা কমে যায় হলুদ মাখলে।
হলুদের মধ্যে কারকিউমিন নামের এক ধরনের যৌগ রয়েছে, যা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের সমস্যা কমায়।
ব্রণ থেকে দাগছোপ—ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে হলুদের জুড়ি মেলা ভার। তাছাড়া বসন্তের রোগ থেকেও সুরক্ষিত থাকা যায়।
হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে। এটি ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কীভাবে হলুদ মাখবেন? রইল টিপস।
দুধের সরের সঙ্গে কাঁচা হলুদ বাটা মিশিয়ে মুখে লাগাতে পারেন। এতে রাতারাতি শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে এবং ত্বকের জেল্লা বাড়বে।
আরও পড়ুন