20 July 2024

ত্বকের সমস্যা কমছে না? হলুদের জল স্প্রে করুন

credit: istock

TV9 Bangla

প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে হলুদ ব্যবহার হয়ে আসছে। হলুদের ফেসপ্যাক ত্বকে দুর্দান্ত কাজ করে। কিন্তু হলুদের জল মেখে দেখেছেন?

হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ ত্বকের উপর অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে।

হলুদের ফেসপ্যাকের জল এই মশলার জলও ত্বকের হাজারো সমস্যার সমাধান করেন। ব্রণর ফোলাভাব ও প্রদাহ কমায় হলুদের জল।

নিয়মিত ত্বকে হলুদের জল ব্যবহার করলে ত্বকের ধারে কাছে ঘেঁষবে না বার্ধক্য। এই জল ত্বককে বলিরেখা, দাগছোপ থেকে মুক্তি দেয়।

রোজ হলুদের জলে স্নান করলে র‍্যাশ, অ্যালার্জি, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি মেলে। পাশাপাশি ঘামের দুর্গন্ধও দূর হয়ে যায়।

একজিমা, সোরিয়াসিসের মতো চর্ম‌রোগে ভুগছেন? এই ধরনের ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে হলুদের জল।

হলুদের জল খেলে রক্ত পরিশুদ্ধ হয়ে যায় এবং ত্বকের সমস্যা কমে। একইভাবে, ত্বকের হলুদের জল মাখলেও ত্বকের জেল্লা বাড়ে।

এক গ্লাস জলে কাঁচা হলুদ বাটা, অ্যালোভেরা জেল, গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে টোনার বানিয়ে নিন। এটা ফ্রিজে রেখে ত্বকে স্প্রে করুন।