13 July 2024
মাত্র ২ উপাদানে তৈরি নাইট ক্রিম
credit: istock
TV9 Bangla
সারাদিন ত্বকের যত্ন নেওয়ার সময় হয় না। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের দেখভাল করা জরুরি। নাহলেই বিপদ বাড়বে।
সারাদিনের ক্লান্তির পর ত্বককেও একটু বিশ্রাম দিতে হয়। তাই ভাল করে মুখ পরিষ্কার করে, নাইট ক্রিম মেখে ঘুমোতে যাওয়া দরকার।
সারাদিন ধরে ত্বক রোদ, ধুলো, দূষণের সংস্পর্শে আসে। রাত হল ত্বকের কাছে 'মি টাইম'। আর এই কাজটাই করে নাইট ক্রিম।
সকালবেলা যেমন সানস্ক্রিন মাখা উচিত, তেমনই জরুরি নাইট ক্রিমও। এটি ত্বকে ময়েশ্চারাইজড রাখে এবং অ্যান্টি-এজিংয়ের কাজ করে।
ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিম দিয়ে ত্বক ভাল করে মালিশ করা দরকার। এতে ত্বক টানটান হয়ে ওঠে এবং জেল্লা বেড়ে যায়।
বাজারচলতি নাইট ক্রিম সবসময় কার্যকর হয় না। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নাইট ক্রিম।
অ্যালোভেরা জেলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে ফেটিয়ে নিন। তৈরি নাইট ক্রিম। কাঁচা দুধের বদলে মালাইও ব্যবহার করতে পারেন।
কাচের কৌটোতে ভরে এই হোমমেড নাইট ক্রিম ফ্রিজে রাখুন। প্রতিদিন রাতে এই নাইট ক্রিম মাখলে আর কোনও প্রসাধনীর দরকার পড়বে না।
আরও পড়ুন