30 March, 2024
পিল-অফ মাস্ক ব্যবহার করা কি ভাল?
credit: istock
TV9 Bangla
ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকে যে জেল্লা আসে, সেটা অন্য কোনও প্রসাধনী মাধ্যমে সম্ভব নয়। তাই তো দিন দিন চাহিদা বাড়ছে ফেস মাস্কের।
আজকাল অনেকেই ত্বকের যত্নে বেছে নিচ্ছেন পিল-অফ মাস্ক। পিল-অল মাস্ক মুখে লাগিয়ে রাখতে হয় মিনিট পনেরো। তারপর শুধু টানতে হয়।
পিল-অফ মাস্ক ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করার সেরা সমাধান। পিল-অফ মাস্ক টানলেই মুখ থেকে সমস্ত ময়লা উঠে আসে।
ত্বককে ডিটক্সিফাই করার কাজ করে পিল-অফ মাস্ক। পিল-অফ মাস্ক ব্যবহারের পর ত্বক অনেক বেশি পরিষ্কার ও সতেজ দেখায়।
অনেক সময় ফেসিয়াল হেয়ার দূর করার কাজেও আসে পিল-অফ মাস্ক। ব্যথা ছাড়াই মুখের রোম তুলতে পিল-অফ মাস্ক ব্যবহার করতে পারেন।
তৈলাক্ত ত্বকের উপর দুর্দান্ত কাজ করে পিল-অফ মাস্ক। পিল-অফ মাস্ক ব্যবহারের ফলে ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়।
ত্বকের উপরিতলে জমে থাকা মরা কোষ দূর করে পিল-অফ মাস্ক। এছাড়া ওপেন পোরস, ব্রণ, ফুসকুড়ির সমস্যা কমিয়ে দেয় এটি।
সপ্তাহে একদিন পিল-অফ মাস্ক ব্যবহার করা যায়। বেশি পিল-অফ মাস্ক ব্যবহারের ফলে চামড়া আলগা হয়ে যায় এবং অকাল বার্ধক্য দেখা দেয়।
আরও পড়ুন