10 July 202
4
কেমন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো উচিত?
credit: istock
TV9 Bangla
চুলের যত্ন নিতে গেলে শ্যাম্পু, তেল ব্যবহার নিয়ে সচেতন থাকতে হবে। কিন্তু চিরুনির কথা ভুলে গেলে একেবারেই চলবে না।
চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে শ্যাম্পু-কন্ডিশনার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কিন্তু সঠিক চিরুনিও ব্যবহার করতে হবে আপনাকে।
বেশিরভাগ মানুষ প্লাসিকের চিরুনি ব্যবহার করেন। আবার সেটাকে নিয়মিত পরিষ্কার করেন না। এখানেই সবচেয়ে বড় ভুল করে বসেন।
প্লাস্টিকের চিরুনিতে চুল আঁচড়ালে সবচেয়ে বেশি চুল ওঠে। পাশাপাশি স্ক্যাল্পেও বাড়ে সংক্রমণের সমস্যা। তাই বেছে নিন কাঠের চিরুনি।
কাঠের চিরুনি ব্যবহার করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় এবং চুল পড়া কমে।
স্ক্যাল্পে যে সেবাম উৎপন্ন হয়, কাঠের চিরুনি সেটাকে গোটা চুলের মধ্যে ছড়িয়ে দেয়। এতে স্ক্যাল্প তৈলাক্ত হয় না এবং চুলের রুক্ষভাব দূর হয়।
প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে খুশকির সমস্যা কমে না। কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করলে খুশকির সমস্যা সহজেই এড়ানো যায়।
প্লাস্টিকের চিরুনি নিয়ে চুলের জট ছাড়ানো বেশ কষ্টকর, চুল ছিঁড়ে যায়। কাঠের চিরুনিতে চুল জট পড়ে না এবং চুলের স্বাস্থ্য ভাল থাকে।
আরও পড়ুন