বর্ষশেষে সস্তায় পার্টি করতে চান? এই হুইস্কি হতে পারে সেরা পছন্দ
credit: Getty Images
TV9 Bangla
ভারত বা বিশ্বের সবচেয়ে দামি হুইস্কি সম্পর্কে কি তা তো অনেকেই জানেন। কিন্তু সবচেয়ে সস্তা হুইস্কি কি, জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন না বেশিরভাগ লোকেই।
ভারতেও হুইস্কি লাভারের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু ভারতে কোন হুইস্কির দাম সবচেয়ে কম জানেন?
সস্তার দিক থেকে বিচার করলে রয়্যাল স্ট্যাগ নাম আসে পাঁচ নম্বরে। বাজারে এই হুইস্কির দাম প্রায় ৭৬০ টাকা। ভারতীয় এই হুইস্কি ব্র্যান্ড প্রথম শুরু হয়েছিল ১৯৫৫ সালে।
সবচেয়ে সস্তা মদের তালিকায় রয়্যাল চ্যালেঞ্জ। ৪ নম্বরে থাকা এই হুইস্কি ৭৫০এমএলের দাম ৭৫০ টাকা। ১৯৮০ সালে প্রথম শ ওয়ালেস অ্যান্ড কোম্পানি এই মদ তৈরি করে।
ম্যাকডওয়েল নং ১ এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বছর শেষে পার্টির জন্য সস্তায় হুইস্কি খুঁজলে এটি ভাল পছন্দ। ম্যাকডওয়েল নং ১-এর ৭৫০এমএলের দাম ৬৫০ টাকা।
এই তালিকায় ২ নম্বরে রয়েছে অফিসার্স চয়েস ব্লু। সস্তায় প্রিমিয়াম হুইস্কি চাইলে এটি খেতে পারেন। ভারতে ৭৫০এমএলের জন্য খরচ প্রায় ৬০০-৬৪০ টাকা।
ব্যাগপাইপার ডিলাক্স ভারতে বিক্রি হওয়া সবচেয়ে সস্তা হুইস্কির তালিকায় ১ নম্বরে। এই মদের ৭৫০এমএলের দাম প্রায় ৪৫০টাকা। ভারতে এই মদের চাহিদা বেশ ভাল।
এখানে প্রদত্ত তথ্য লেখার সময়ে প্রচলিত দামের উপর ভিত্তি করে, তবে দামগুলি রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হতে পারে।